বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এরআগে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি গ্রামেই শোভা যাচ্ছে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর কারনেই সারাদেশের ন্যায় ধুনট-শেরপুর উপজেলার প্রত্যন্ত এলাকাতেও উন্নয়ন হয়েছে।
চৌকিবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নাইম বাবু সরকারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নাজমুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, আয়োজক কমিটির উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব সোহরাব আলী সরকার, চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, আয়োজক কমিটির সদস্য ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, বিশিষ্ট ব্যবসায়ী রিজভি সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক ফজলে রাব্বি শুভ, সাংবাদিক রবিউল হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।