মধুপুরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

- আপডেট সময় : ০৫:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠন যৌথ উদ্ধোগে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মহফিল ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে মধুপুর দলীয় কার্যালয় হোটেল আদিত্যের সামনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিন বারের নির্বাচিত সাবেক মেয়র মরহুম সরকার সহিদ এর স্ত্রী লিলি সরকার।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, কৃষক দলের আহবায়ক মো. লস্কর আলী, যুবদলের যুগ্ম আহবায়ক মো. মোতালেব ফকির, সাবেক কাউন্সিলর শাহ আলম, মরহুম সরকার সহিদের এক মাত্র ছেলে আদিত্য সরকার সহ মধুপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের নেতৃবুন্দ।
অনুষ্ঠানে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু।