বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রান্না ঘরের চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ভস্মিভূত সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন রংপুরের পীরগাছা উপজেলা নির্বাচন মাঠে এগিয়ে মাসুদ রাসিক মেয়রের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ আমি নির্বাচিত হয়ে,মানুষের পাশে থেকে কাজ করতে চাই: ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী আমি নির্বাচিত হয়ে ,মানুষের পাশে থেকে কাজ করতে চাই: ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সুজানগরে মাদক বিরোধী সচেতনতামূলক মানববন্ধন

পাবনা জেলার সুজানগরে মাদক বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া বাজার চত্বরে উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে ও সিসিডিবি-সিপিআরপির সহযোগিতায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার আলফ্রেড ঘোষের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু।

অন্যদের মাঝে বক্তব্য দেন, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব সরকার, হাসিব হাসান, উপজেলা সভানেত্রী হেলালী খাতুন, সিসিডিবির হিসাবরক্ষণ কর্মকর্তা ডেভিট লিটন দাস ও প্রশিক্ষক মাসুমা ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য সেবনের অভ্যাসটি যখন একজন ব্যক্তির নেশায় পরিণত হয়, তখন তা একসময় তাঁর মানসিক ও শারীরিক নির্ভরতার অবলম্বনে পরিণত হয়।নেশা জাতীয় দ্রব্যের প্রতি ক্রমাগত আকর্ষন বৃদ্ধি পায়।দৈন্দদিন তখন তাঁর মাদকের ওপর নির্ভরতা বাড়তে থাকে।ধীরে ধীরে মাদক গ্রহণের মাত্রা বাড়তে থাকে।নেশা তার সব মনোযোগ কেড়ে নেয়।চেনা মানুষটি ধীরে ধীরে বদলে যেতে থাকে।দৈন্দদিন জীবনের সব ধরণের শৃঙ্খলা ভেঙে পড়ে।নির্ঘুম কাটে রাত কিংবা বিশৃঙ্খল জীবনে দিনরাত একাকার হয়ে যায়।তাই মাদক থেকে তাদের রক্ষা করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন।তরুণ, ছাত্র সমাজ ও যুব সমাজ দেশের সম্পদ।এদের প্রতি অভিভাবকদের বেশি করে দায়িত্বশীল হতে হবে।

এছাড়া মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে সমাজের সব স্তর থেকে মাদক ও মাদকাসক্তদের বয়কট করতে হবে বলেও জানান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 18 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x