ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশে ইফরান ও খালেদ

- আপডেট সময় : ১১:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচে ইনজুরিতে ছিটকে গেছন পেসার রেজাউর রহমান রাজা ও উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
প্রথম ম্যাচে বাম হাতে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাজা।আর অনুশীলনের সময় হেলমেটে আঘাত পাওয়ায় দ্বিতীয় ম্যাচে খেলা হবে না জাকের আলী অনিকের।
সিলেটে দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নামার আগে দুই ক্রিকেটারের বদলি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেখানে নতুন করে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ এবং উইকেট রক্ষক ইরফান শুক্কুর।
সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ইরফান।ডিপিএল শেষ হতে এবার যেনো তারই পুরস্কার পেলেন।লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ রান করেন এই উইকেট রক্ষক ব্যাটার।১৫ ইনিংসে ৬৩.৯১ গড়ে সংগ্রহ ইরফানের সংগ্রহ ৭০৩ রান।
অন্যদিকে রেজাউর রহমান রাজার চোটে খালেদের সুযোগ আফগানিস্তান বিপক্ষে টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নেয়ার।
সফর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।দ্বিতীয় শুরু হবে ৩০ শে মে।
বাংলাদেশ দল: (২য় অনানুষ্ঠানিক টেস্টের জন্য)
আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, শাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোঃ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (ডব্লিউকে), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, মো. তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।