বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়।

উক্ত র‍্যালিতে অংশ নেয় উপজেলা পরিষদবর্গ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্রাকের মানবাধিকার ইউনিটের কর্মী ইন্দ্রজিদ স্যানাল, মহিলা বিষয়ক দপ্তরের কর্মচারি সহ দুই শতাধিক নারী।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সকল সেক্টরে নারীদের সম্পৃক্ত অনন্য দৃষ্টান্ত।ডিজিটাল যুগে প্রযুক্তির উত্তম ব্যবহারের মাধ্যমে অন-লাইনে ব্যবসা করছেন নারী উদ্যোক্তাগণ।নারীর ক্ষমতায়ন এবং সমতার ভিত্তিতে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন সহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।’

আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যের আলোকে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ তদন্ত হাবিবুল্লাহ, তথ্য অফিসার মৌসুমি বসাক, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সোবহান চান, জেন্ডার প্রমোটর সোহেল রানা, নারী উদ্যোক্তা উম্মে হাবিবা প্রমুখ।

এছাড়াও মহিলা বিষয়ক অফিসের টেইনার ও অফিস সহকারি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতার প্রত্যয়ে দেশের নারী সমাজকে এগিয়ে নেয়ার অঙ্গীকারে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x