রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শিক্ষক দিবসে শিক্ষকের ছবি এঁকে নাজেরা আমরিন টিয়ানা শ্রেষ্ঠ শিশু শিল্পীর উপাধি পেলো

৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী টিয়ানা তার প্রিয় শিক্ষক এবং শিক্ষিকার ছবি এঁকে ক্লাসে নিয়ে আসে।তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস ছবিটি হাতে নিয়ে অনেক খুশি হয় এবং সবার সম্মুখে টিয়ানাকে কোলে নিয়ে আশীর্বাদ করেন।

প্রিয় শিক্ষার্থীকে একটি ছবি আঁকার খাতা ও পেন্সিল উপহার দেন এবং মিলন বিশ্বাস বলেন, ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে আমরা এই পর্যন্ত দুজন শিক্ষার্থী পেয়েছি। যাদের মধ্যে শিল্প প্রতিভা রয়েছেন অপরিসীম।পূর্বে একজন শিক্ষার্থী পেয়েছিলাম তারও ছবির হাত ছিল অসাধারণ। তার অভিভাবক ছবি আঁকার বিষয়ে যথেষ্ট আগ্রহশীল ছিলেন।

নাজমুল সাকিব একাডেমির সকলের প্রিয় ছিল।তখন চিত্র শিল্পী মিলন বিশ্বাস তার পিতা-মাতাকে বলেছিলেন আপনার সন্তান একদিন অনেক বড় কিছু হতে পারবে।অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়ে যশোর বোর্ডে মেধাতালিকা দ্বিতীয় স্থান অধিকার করেন।এবছর ইন্টার পাশ করে বুয়েটে আর্কিটেকচারে মেধা তালিকায় স্থান অর্জন করেন।আমরা তার মতো প্রতিভাবান বিষয়গুলো টিয়ানার মাঝে ও দেখতে পাচ্ছি।আশা করি ভবিষ্যতে সে শিক্ষা দীক্ষায় সকল বিষয় অনেক পারদর্শী হবে।

শিক্ষক দিবসে প্রতিষ্ঠানের আবৃত্তি শিক্ষিকা অনামিকা দাস কেও তার ছবি একে উপহার দেয়।

শিশু শিল্পী টিয়ানার বাড়ি খুলনা জেলখানা ঘাটের ওপার যুগহাটী, রূপসা।সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসার জন্য তার পিতামাতাকে ধন্যবাদ জানায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস।টিয়ানার মামনি খুলনা মেডিকেলের সিনিয়র স্টাফ নার্স।তাদের একমাত্র সন্তানকে শৈশব থেকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করান।টিয়ানা প্রথম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী।টিয়ানা ২০১৬ সালে ১৪ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে।পিতা নাহিদ আঞ্জুম মুন্না।মাতা নুসরাত জাহান।তাদেরকেও ধন্যবাদ জানায় এবং শিশু শিল্পী টিয়ানাকে শ্রেষ্ঠ শিশু শিল্পী উপাধি দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

এ সময় টিয়ানার মামনি অনুভূতি প্রকাশ করেন এবং উপস্থিত সকলের কাছে মেয়ের জন্য দোয়া ও আশীর্বাদ চান এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x