সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে বেলা এগারোটায় এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা সহ আরো অনেকে।