শেরপুরের নালিতাবাড়ীতে একটি মাদরাসায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন মাদরাসায় সকল ছাত্র ছাত্রী ও শিক্ষকরা।
আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নন্নীবাজারে অবস্থিত “তাহসীনুল কুরআন মাদরাসার আয়োজনে শহীদ দিবস, ভাষা আন্দোলন দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি অতল শ্রদ্ধা, বর্ণাঢ্য র্যালি ও তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন তারা।
উক্ত দোয়া পরিচালনা করেন মাদরাসার পরিচালক মোহাম্মদ আলী।এসময় উপস্থিত ছিলেন মাদরাসার মোহতামিম জুনাইদ আল হাবিব, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, সহকারী শিক্ষক রেদুয়ান, মোখলেছুর রহমান লিখন, আবু রাহাত, রবিউল ইসলাম সহ বিভিন্ন অভিভাবকগণ।