একুশে ফেব্রুয়ারি
গোলাপ মাহমুদ সৌরভ
কতো রক্তের স্রোত তুমি
হে একুশে ফেব্রুয়ারি,
কতো অসহায়ের আর্তনাদ
হে একুশে ফেব্রুয়ারি।
ঐ রাজপথের শ্লোগান তুমি
হে একুশে ফেব্রুয়ারি,
শুধু বাংলা ভাষা দাবি তুমি
হে একুশে ফেব্রুয়ারি।
সকলের মুখে একটাই দাবি
হে একুশে ফেব্রুয়ারি,
বাংলার অনুপ্রেরণা তুমি
হে একুশে ফেব্রুয়ারি।
১৪৪ধারা ভঙ্গের মিছিলে
হে একুশে ফেব্রুয়ারি,
বিজয়ের উল্লাসের কবিতায়
হে একুশে ফেব্রুয়ারি।
শহীদের তাজা রক্তে কিনা
হে একুশে ফেব্রুয়ারি,
তুমি গণমানুষের মুখের ভাষা
হে একুশে ফেব্রুয়ারি।
তুমি বিজয়ের রক্ত নিশান
হে একুশে ফেব্রুয়ারি,
তুমি বাঙালির মুখের ভাষা
অমর একুশে ফেব্রুয়ারি।