শুটিং শেষ হলো মোহাম্মদ আব্দুল্লাহ এর ”হাজির ছেলে পাজি” নাটকের।আজ শুক্রবার উওরার বিভিন্ন স্থানে এটার শুট্যিং সম্পন্ন হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আপন সাহা, তামান্না ইমু, কিবরিয়া সরকার সহ আরও অনেকে।
এটা নিয়ে পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এটা আপনাদের খুব ভালো লাগবে।আপনারা কেউ নিরাশ হবেন না।আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সফালতা আসবে।