সোমবার, ০৬ মে ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহী আমের জন্য বিখ্যাত হলেও এই উর্বর মাটিতে এখন দেখা মিলছে বিদেশী ফলগাছ।এসব বিদেশী ফলগাছ গুলো দেখা গেছে চন্দ্রিমা থানাধীন বড় বনগ্রাম এলাকার মোঃ আশরাফুল হোসেন মাসুমের বাগান বাড়িতে।

মাসুম রাজশাহী পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের ঠিকাদার।দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে তিনি একের পর এক বনজ, ঔষধি ও ফলজ গাছ রোপণ করে চলেছেন তার নিজ বাগান বাড়িতে।

সরজমিন গিয়ে দেখা যায়, বড়বনগ্রম এলাকার আশরাফুল হোসেন মাসুম প্রায় ৪ কাঠা জমিতে রয়েছে বাগানবাড়ি।সেই সাথে ছাদে রয়েছে রকমারী ফুলের গাছ।এই বাগান আর বাড়ির ছাদজুড়ে দেশি ফল-ফুলের পাশে শোভাবর্ধন করে আছে নানান ধরণের সব বিদেশী ফল ও ফুল।গাছজুড়ে শোভা পাচ্ছে- জাপানের পিচফল, পাকিস্তানি কমলা, সিম সিমিয়া, ক্লেমনতি, কারাকারা, লাল কলমা, কাশমিরী, মরক্কো মালটা, নেবাল বালাদি, ইয়েলো টু, লাল বাতাবি লেবু, তুরস্কের খেজুর, অ্যাভোগ্রেডো, থাইল্যান্ডের পালামার আম, চিলি ম্যাংগো, গোলাপ সুন্দরী, দশরী, ক্লেন, বারি ফোর, ব্ল্যাকইস্টোন, কাটিমোন, কিউজাই, সেমডকমাই, তিন রকম পারসিমোন, জারা লেবু, সাদা জাম, তীন ফল, লাল কাঠাল, ড্রাগন আছে বিবিন্ন জাতের যেমন মিনজুয়ান, বিউটি বেরী, বেরেরো, ইয়েলো, ব্ল্যাক, বিদেশী আঁখ, গোলাপজাম, আঙ্গুরসহ নানান ফল।

শুধু বিদেশি নয়, বাগানজুড়ে দেশীফল গাছও ছড়িয়ে আছে।এছাড়াও দেশী পেঁয়ারা, বোম্বে লিচু, কদবেল, জামরুল ও তিন প্রজাতির জাম।রয়েছে মসলা জাতীয় গাছ- চুইঝাল, লং, দারুচিনি, তেজপাড়া, এলাচ।এছাড়া ঔষধি গাছ- শ্বেত চন্দন, রক্ত চন্দন, হরতকি, বহেড়া সহ বিভিন্ন গাছ।আছে টমেটো, লাল বাঁধাকপি, শালগম ও মরিচসহ বিভিন্ন প্রকার সবজির গাছ।

আশরাফুল হোসেন মাসুম জানান, আমি ইউটিউব থেকে বিদেশী ফল গাছের পরিচর্যা করতে শিখেছি।এছাড়া ছোট থেকেই আমার খুব ইচ্ছা ছিলো দেশের মাটিতে বিদেশী চারাগাছ রোপন করা।আর সেটি আমি করতে পেরে খুবই আনন্দিত।এখন প্রায় প্রত্যেক গাছে মুকুল এসেছে।মাস দুয়েক পরেই ফল আসতে শুরু করবে।

এছাড়া অতিথিদের জন্য রেখেছেন উপহারণস্বরুপ বিভিন্ন গাছের চারা।মাসুসের এইসব বিদেশী ফলগাছ দেখতে অনেকেই বাগানে আসছেন।অনেকে উৎসাহিত হচ্ছেন বিদেশী ফলগাছ লাগানের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x