দ্রব্যমূল্যের উর্ধগতি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বগুড়া সারিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নে ”ইউনিয়ন পদযাত্রা” গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পদযাত্রায় ফুলবাড়ী ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদর ইউনিয়নে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, নারচী ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, কাজলা ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, হাটশেরপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ সভাপতি সাজেদুল হক মটু, কুতুবপুর ইউনিয়নে সাবেক সাংসদ আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম, কামালপুর ইউনিয়নে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, ভেলাবাড়ী ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফর হায়দার রুমি, চালুয়াবাড়ী ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, বোহাইল ইউনিয়নে উপজেলা বিএনপির সহ সভাপতি নাইমুর হক লিটন এবং চন্দনবাইশা ইউনিয়নে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এনামুল কাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।