বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
রবিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত দুই সংসদ সদস্য।এ সময় তাদের মিষ্টিমুখ করেন রাসিক মেয়র মহোদয়।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাঃ জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ বিশ্বাস জয়লাভ করেন।