নান্দাইলে অপহৃত ৫ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

- আপডেট সময় : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে

নান্দাইলে এক অপহৃত স্কুল ছাত্রীকে ৫ দিন পর উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে অপহরণকারী রবিন মিয়া কে গ্রেফতার করে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
রবিন মিয়া উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সুলাল মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়, গত সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রীকে অপহরণ করেন।অপহরণ করেন একই গ্রামের সুলাল মিয়ার পুত্র রবিন।
এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে রবিনের পিতা সুলাল মিয়াকে আটক করে পুলিশ।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, অভিযোগের ভিত্তিতে অবহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।অপহৃত রবিন কে গ্রেফতার করা হয়েছে।