বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বগুড়ায় মোবাইল ফোন চার্জে থেকে নিয়ে গেম খেলায় ক্ষিপ্ত হয়ে নাতীকে হত্যা

বগুড়া সদরে মোবাইল ফোন চার্জে থেকে নিয়ে গেম খেলায় ক্ষিপ্ত হয়ে নাতীকে জবাই করে হত্যা।নিহত শিশুর নাম বন্ধন (৪)।

সরেজমিনে গিয়ে জানা যায়, বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী হিন্দুপাড়া গ্রামে ৪ দিন ব্যাপী হরিবাসর অনুষ্ঠিত হয়।এ হরিবাসরে ভাগ্নি শ্রীমতি কাকলিকে দাওয়াত করেন ঘাতক মামা শুকুমার দাস (৩৫)।বুধবার বগুড়া সদরের পীরগাছা বথুয়াবাড়ী শ্বশুর বাড়ী থেকে কাকলি আদরের (৪) বছরের ফুটফুটে শিশু বন্ধনকে নিয়ে হরিবাসরের দাওয়াত খেতে মামা সুকুমারের বাড়িতে আসেন।বৃহস্পতিবার কাকলি দাওয়াত খেয়ে ছেলে স্বামীকে নিয়ে বাড়ি ফিরবেন।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঘাতক সুকুমার রায় বাড়ীতে তার এ্যান্ডডুয়েট মোবাইল ফোন চার্জে দিয়ে গরুর ঘাস কাটতে যায়।এসময় ছোট্র শিশু বন্ধন ও পাশের বাড়ীর আরেকটি শিশু ফোনটি চার্জ থেকে খুলে গেম খেলছিল।সকাল সাড়ে ১০টায় সুকুমার ঘাস কেটে বাড়ী ফিরে দেখেন তার রাখা মোত মোবাইল ফোনটি সেখানে নেই।পরে অন্য ঘরে গিয়ে দেখে ফোনটি তার নাতী বন্ধনের হাতে।এসময় ঘাতক সুকুমার অগ্নিশর্মা হয়ে হাতে থাকা কাস্তে (কাঁচি) দিয়ে তার গলায় কোপ দিলে অবুঝ শিশু মাটিতে লুটিয়ে দাপাদাপি করে।এসময় পাশে থাকা আরেক শিশু এ দৃশ্য দেখে বাহিরে চিৎকার করে।চিৎকার শুনে শিশু বন্ধনের মা শ্রীমতি কাকলি এসে দেখেন তার ছেলের রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে।পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘাতক সুকুমার শিশু বন্ধনকে হত্যার পর ঘরের ভিতর থেকে দরজা লাগিয়ে আত্মগোপন করেন।এসময় হাজারো উত্তেজিত জনতা দরজা ধাক্কাধাক্কি করেও কোন সাড়াশব্দ পায় না।একপর্যায়ে এলাকাবাসী বগুড়া সদর থানাকে অবগত করেন।এসময় চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।অনেকেই মনে করেন সুকুমার ঘরে আত্মহত্যা করেছে।আবার অনেকেই মনে করে দরজায় কড়া নাড়লে হয় তো হাতে ধারালো অস্ত্র আছে আঘাত করতে পারে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় দরজা ভেঙে ঘাতক সুকুমারকে আটক করেন, সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান (এএসআই) ডন কংকন বর্মাসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x