শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত সারিয়াকান্দিতে বিশ্ব মা দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মোংলার ৪০টি মসজিদের প্রায় ৩০ হাজার মানুষের উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়

মোংলা বন্দর নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্টিত হয়েছে সকাল সাড়ে ৭টায়।দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।দুইটি জামাতে প্রায় ত্রিশ হাজার লোকের সমাগম হয়েছে এবারের উম্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজে।

বন্দর সৃষ্টির ৭৪ পর বন্দর নগরী মোংলার মুসল্লীরা সম্মিলিতভাবে উম্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।গত তিন বছর যাবত পৌর ও ইউনিয়ন পর্যায়ের ধর্মপ্রান মুসলমানরা উম্মুক্ত স্থানে নামাজ আদায় করে আসছে।

মোংলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।একই স্থানে দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উম্মুক্ত স্থানে সকলে মিলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা।

এ সময় নামাজ শেষে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া-মোনাজাত করেন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ তৈয়েবুর রহমান।

এবারে ৪০টি মসজিদের প্রায় ৩০ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।আবহাওয়া অনুকুলে থাকায় ঈদুল ফিতরের নামাজ উম্মুক্ত স্থানে আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কে এম আজিজুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দুরদুরন্ত থেকে আসা মুসল্লীরা ঈদের জামাত উম্মুক্ত স্থানে ঈদগাহে পড়তে পাড়ায় মুসল্লিরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বন্দর সৃষ্টির পর গত তিন বছর যাবত সকল ধর্মপ্রান মানুষ বছরের দুটি ঈদের নামাজ আমরা একত্রে আদায় করে আসছি।এর আগে যার যার মসজিদে নামাজ আদায় করতো।পৌর কর্তৃপক্ষের উদ্দোগ্যে আজ ঈদের দিনে পিছনের সকল ভেদাভেদ ভুলে মিলে-মিশে কাধে কাধ মিলিয়ে উম্মুক্ত স্থানে নামাজ আদায় করা এটি যেমন মনে আনন্দো, মেতনই সবাই মিলে মহান আল্লাহকে ডেকে জীবনের সকল গুনা ও অপরাধ ক্ষমা চাওয়ার সময়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x