রাজারহাট উপজেলায় বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় রাজারহাট দুধ খাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
দুধ খাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহমেদ, দুধ খাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমেদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজারহাট ইউনিয়নের ৯নং ইউপি সদস্য বিপ্লব আলী, অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন-শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মিনহাজুল ইসলাম, সাইদুল হক ও আপেল মাহমুদ।
বক্তারা বলেন-বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।