মোবাইল খাইলো
এম শামছুল ইসলাম সুহেব
মোবাইল এসে খাইলো কি ভাই
আসুন একটু শুনি,
এসেই প্রথম খেয়ে নিলো
রেডিও’র গুণগুণি!
টিভি দেখার স্বাদটা খেলো
আরও খেলো পত্রিকা,
টর্চ লাইটও খেয়ে নিয়ে
করে দিলো মৃত্তিকা!
হাতঘড়ির সখটা খেলো
খেলো রাতের ঘুম,
তার খাওয়াতেই চলছে এখন
সংসার ভাঙ্গার ধুম!
ক্যামেরা সব খেয়ে পরে
খায় সিনেমা হল,
একাকীত্ব বাড়িয়ে দিয়ে
ভাঙ্গলো জনবল!
এলার্ম ঘড়ির মূল্য খেলো
খেলো লেপটপের মান,
শান্ত হৃদয় খেয়ে নেয়ায়
করে যে আনচান!
ক্যালকুলেটর খেয়ে নিতে
হলো পাগলপাড়া,
আদব-কায়দা খেয়ে নিয়ে
করলো দিশেহারা!
লেখাপড়ার সময় খেলো
খেলো বিচার কাজ,
পকেট কিংবা ব্যাগে থেকে
করছে বিশ্বে রাজ!