কাবা ঘর
বেলাল হোসাইন
বসুমতীর বুকে শ্রেষ্ঠ
প্রভুর কাবা ঘর
সৃষ্ট প্রতি রহমধারা
নাজিল তাঁরি ‘পর।
স্বর্ণমোড়া কালাবৃত
পোক্তভাবে ঠাঁই
ঋষি-মুনির খুবাগমন
হৃদে জপে সাঁই।
বর্ষব্যাপী তওয়াফ করে
হাজার সৃষ্টি-কুল
মাতোয়ারা হয়ে ফেরে
কী যে প্রেমের ফুল !
প্রতীক্ষাতে প্রহর গুনি
কখন আসে ডাক
জমা করা প্রীতিমালা
করে বুকে হাঁক।
অর্থ বিনে কত লোকে
তব দেখা পায়
দূর দেশেতে হৃদয় কেঁদে
যাচ্ঞাগীতি গায়।