‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সারিয়াকান্দি পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৩) ডিসেম্বর সকালে পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার এলাকায় গণসংযোগ করে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, তাহেরুল ইসলাম পান্জাব,উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা,উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক লিখন, পৌর তাঁতী দলের সভাপতি বিশে প্রামানিক প্রমুখ।
এসময় মানুষকে ‘ডামি নির্বাচনে’ ভোটকেন্দ্রে না গিয়ে বর্জনের আহ্বান জানান তারা।