খান মেহেদী :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক গতকাল বুধবার বেলা ১টায় সহকারী রিটানিং কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।
এসময় তার সাথে কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, ফরিদপুর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান আলীম, সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন সিকদারসহ আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে মেজর হাফিজ মল্লিক জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে ডামী প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, দলের সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
তিনি আরো বলেন, শামসুল আলম চুন্নু ২০০১ এক সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ মাসুদ রেজার নৌকা মার্কার বিরুদ্ধে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বলে জানান।