রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সারিয়াকান্দিতে থানার নবাগত ওসির যোগদান ও বিদায়ী ওসিকে সংবর্ধনা রাজশাহীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সারিয়াকান্দি উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ছাদের বিমের চাপায় ছয় শিক্ষার্থী আহত

মাগুরার শ্রীপুর উপজেলায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি ভবনের ছাদের নিচের অংশের কংক্রিটের বিম ভেঙে পড়ায় ৮ শিক্ষার্থী আহত হয়েছে।শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলো-রিথি খাতুন (১৩), আম্বিয়া আক্তার (১৪), রিয়া খাতুন , (১৩), আশরাদা জান্নাত (১৩), নূপুর (১৪), নাদিয়া (১২), মিতু (১৩) ও মমি আক্তার (১৩) কে সদরের ডিজিটাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়ছে এবং ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় রিয়া আক্তার (১৩) ও দুই হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় নুপুর খাতুনকে (১৪) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষে সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিল।এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে ওই কক্ষের মাঝখানে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা অর্ধেক ভিম ধসে পড়ে।এতে করে ঘটনাটি ঘটে।

নাসিরুল ইসলাম নামে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়াল পুরোটা না ভেঙে শুধু বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখাটা কোনোভাবেই বিবেচনা প্রসূত কাজ হয়নি।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই হাসপাতালে যায়।

এ সময় থানার পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, “পার্টিশন পুরোটা না ভেঙে বিমের নিচের খানিকটা ওয়াল বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখে দেওয়া হয়েছিল; যা মোটেও ঠিক হয়নি।এতে অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারত।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি।তবে আমি এখন বাইরে আছি।”

মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ বলেন, শ্রীপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কংক্রিটের বিম ভেঙে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী ঘটনাটি জেনেছি এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ