রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সকল রাজবন্দির মুক্তি ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ইবিতে ইউট্যাবের মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

গতকাল শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।

এছাড়া অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান, ড. এমতাজ হোসেন, ড. আব্দুস সামাদ, ড. নজিবুল হক ও ড. রুহুল আমিন ভূইয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আজকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে দীর্ঘ ১৫ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।বিগত কয়েকটা নির্বাচনে তারা দিনের ভোট রাতে নিয়েছে এবং শুধু নিয়ম রক্ষার নির্বাচন করেছে।তারা বিভিন্ন ছলনার মাধ্যমে এই দেশকে শোষণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।এই সমস্ত অন্যায়-অবিচারের বিরুদ্ধে সজাগ হয়ে বাংলাদেশর জনগণ আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেমে পড়েছে।এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জাতিসংঘ থেকে আবেদন জানানো হয়েছে অথচ সেটাকে ভ্রুক্ষেপ না করে সরকার আবারও একটা ১৮ সালের মতো দিনের ভোট রাতে নেওয়ার আয়োজন করছে।এর প্রতিবাদে আমরা এ কর্মসূচিতে এসেছি।যে মূলনীতি নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার প্রধান বিষয় ছিল বাক স্বাধীনতা।আজকে মানুষের বাকস্বাধীনতা কে রুদ্ধ করা হয়েছে, গণতন্ত্রকে পাঠানো হয়েছে নির্বাসনে।’

মানববন্ধনে তিনি বলেন, ‘একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি রেখে এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা কারাগারে অন্তরীণ রয়েছেন তাদের মুক্তি কামনা করছি।সরকারকে আমরা অনুরোধ জানাবো, গণতন্ত্রের পথে আসেন নিজে শান্তিতে থাকুন, দেশকে শান্তিতে রাখুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =


অফিসিয়াল ফেসবুক পেজ

x