গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মো. মাহমাদুল হাসান যোগদান করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে (৩৭তম বিসিএস) প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত হয়ে প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
বদলির আদেশ পাওয়ার পর তিনি গত রোববার (২৯ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সোমবার (৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পলাশবাড়ীতে যোগদান করেন।এর আগে তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া গ্রামের বাসিন্দা।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।তাঁর সহধর্মিনী শাহানা নাজনীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।