মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি নির্বাচিত হয়ে,মানুষের পাশে থেকে কাজ করতে চাই: ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী আমি নির্বাচিত হয়ে ,মানুষের পাশে থেকে কাজ করতে চাই: ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

চুরির অপবাদে মাদ্রাসা ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

বাকেরগঞ্জে চুরির অপবাদে এক মাদ্রাসা ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।অভিযুক্তদের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহনের মাধ্যমে পুলিশ মামলা না নিয়ে উল্টো অপরাধীদের পক্ষ নিয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

এ ঘটনায় নির্যাতিত মাদ্রাসা ছাত্র নাহিদ হোসেন মুন্নার পিতা সাইফুল ইসলাম সবুজ আকন গত এক সপ্তাহ পূর্বে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়।অভিযোগ দেয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মামলা না নিয়ে উল্টো অপরাধীদের পক্ষাবলম্বন করায় নির্যাতিত শিক্ষার্থীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

লিখিত অভিযুক্ত জানা যায়, উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কাজলাকাঠী গ্রামে সিরাজ হোসেন আকন ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।আহত শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম সবুজ ও তার পরিবার ইউপি নির্বাচনে তার পক্ষে প্রচার-প্রচারণা না চালানোর কারণে তিনি ও তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন থেকে আক্রোশ পোষণ করে আসছিলেন।বিগত কিছুদিন পূর্বে উত্তর কাজলাকাঠী গ্রামের মৃত আব্দুর রশিদ খানের পুত্র জুয়েল খানের ঘরে চুরি হয়।এ চুরির ঘটনায় অভিযুক্তরা সাজিম হোসেন নামের একজনকে আটক করে মারধর করে চুরির সাথে মাদ্রাসা ছাত্র মুন্না জড়িত বলে তার নিকট থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়।

একই গ্রামের মোঃ ফারুক হোসেন খানের পুত্র সুমন খান গত ২ অক্টোবর সোমবার দুপুর ১ টার সময় কথা আছে বলিয়া মাদ্রাসা ছাত্র মুন্নাকে জনৈক মোশারফ গাজীর খাল পাড়ে ডেকে নিয়ে আসে।এসময় পূর্ব থেকে দা ও লাঠিসোঠা হাতে নিয়ে ওৎ পেতে থাকা কামরুল ইসলাম নেওয়াজ, সিরাজ হোসেন সবুজ আগুন, মোঃ জুয়েল খান ও মোঃ ফারুক হোসেন খান লেদুরা তাকে গাছের সাথে দঁড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।এ খবর পেয়ে পুত্রকে বাঁচাতে তার পিতা সাইফুল ইসলাম আকন সবুজ বাঁচাতে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত আহত করে।শিক্ষার্থী মুন্নার অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর পিতা সাইফুল ইসলাম সবুজ জানান, এ ঘটনায় এক সপ্তাহ আগে তিনি বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন মামলা নেয়নি।এমনকি থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য অভিযুক্তরা প্রতিনিয়ত তাদেরকে খুন জখমের হুমকি দিচ্ছে।এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

তিনি আরো বলেন, গরিব বিদায় তারা কি আইনের শাসন ও ন্যায়বিচার পাবেন না।ঘটনার পরপর লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি (তদন্ত) মোঃ মোস্তফা অপরাধীদের পক্ষ নিয়ে টাকার বিনিময়ে তাকে দফারফার প্রস্তাব দেয়।তার আচরণে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে মনে হচ্ছে।তিনি এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোঃ মোস্তফা লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলে, তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x