শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

প্রিয় মা

প্রিয় -মা,

শুরুতেই তোমার প্রতি আমার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা ও মঙ্গল কামনা করি।জানো মা, শত ব্যস্ততার মাঝেও তোমার প্রিয় মুখখানি ভেসে ওঠে, আর মনে পড়ে তোমার আদর মাখা শৈশবের স্মৃতি গুলো।আজও মা তোমার আদর স্নেহ ভালোবাসা এবং একজন ভালো মানুষ গড়ে ওঠার জন্য যে শাসন করতে তা আজ আমায় অনুপ্রেরণা যোগায়, প্রতিটা মুহূর্তেই তোমার আদেশ নিষেধ গুলো মেনে চলাফেরা করি।জানো মা আবার ইচ্ছে করে যদি সেই শিশুকাল ফিরে পেতাম, তাহলে তোমার আঁচল ধরে তুমি যেথায় যেতে আমি সেথায় যেতাম, হাজারো বায়না ধরতাম।কখনো দু’টাকার জন্য তোমার আঁচল ধরে কান্না করতাম, কখনো হাঁটতে পারিনা বলে তোমার কোলে উঠার বান করতাম।তোমার একটু চোখের আড়াল হলেই তুমি খোকা বলে পাগলের মতো পুরো গ্রামে খুঁজাখুঁজি করতে আর যাকে তাঁকে আমার খোকা কে দেখেছো বলে জিজ্ঞেস করতে।কখনো পুকুরে গোসল করতে গেলে অধিক ডুব দেওয়ার কারণে লাঠি নিয়ে তেড়ে আসতে শাসন করার জন্য আমি অন্য ঘাট দিয়ে দৌড়ে পালিয়ে যেতাম।কখনো প্রচন্ড রোদে সবুজের মাঠে।আজ মা তোমার আদর স্নেহ ভালোবাসা এবং শাসন কোনোটাই পাইনা।সত্যিই মা তোমার তুলনায় তুমি অতুলনীয়।জানো মা, কোন কিছুর সাথে তোমাকে সংজ্ঞায়িত করতে পারিনা কারণ তুমি একজন সন্তানের কাছে আদর্শবানময়সী নারী ও সর্বোচ্চ সম্মানের অধিকারিনী এবং শ্রেষ্ঠ উপমা।জানো মা এই প্রবাসে টাকা পয়সা সবই পাই শুধু তোমার আদর স্নেহ ভালোবাসা এবং তোমার শাসন টুকু নাই তাই সুখ শান্তি কারে বলে বুঝতে পারিনা, শুধু অপেক্ষার প্রহর গুণী কখন ফিরে যাবো তোমার কোলে নয়ন ভরে দেখবো তোমার মায়া মমতা জড়ানো হাসি মাখা মুখখানি।জানো মা, কোন সন্তানের কাছে মাকে স্মরণ করার জন্য কোন মা দিবসের প্রয়োজন হয় না কারণ প্রতিটা দিনই মায়ের অনুপ্রেরণা নিয়ে দিন শুরু হয়।পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো মায়ের ভালোবাসা। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, কারণ মায়ের কাছে শৈশবে আঁচলে লুকিয়ে থাকা সেই চঞ্চল নিষ্পাপ ছোট্ট খোকা মনে হয়।মা তোমার ভালোবাসাই একমাত্র নির্ভেজাল।তুমি হাজার বছর বেঁচে থাকো মা।

পরিশেষে আর কি বলবো মা? সারারাত জেগে থেকেও তোমার কাছে লিখলে লেখা শেষ হবে না।দোয়া কর মা দূর প্রবাসে যেন তোমার খোকা ভালো থাকে।ভালো থেকো মা সুস্থ থেকো তোমার প্রতি আমার বিনম্র সালাম।তোমার দীর্ঘায়ু কামনা করি মা।

ইতি
তোমার আদরের খোকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x