ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা পৌরশহরের সুনামধন্য নবধারা বিদ্যা নিকেতনে শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আ’লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সভাপতি এম এ এস রবিউল ইসলাম সবুজ।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাইমুন নাহার লাবনী, প্রতিষ্ঠান পরিচালক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কুমার, ম্যানেজিং কমিটির সদস্য আ’লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লব, অধ্যাপক প্রশান্ত বসাক।
আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা এমএ জাহিদ ইবনে সুলতান (সাগর), সাংবাদিক মোবারক আলী ও সফিকুল ইসলাম শিল্পী, ম্যানেজিং কমিটির সদস্য রাজিউর ইসলাম প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।