শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ফুলবাড়ীর কড়াই গ্রামে মসজিদে আজম মন্ডল রানা’র সিমেন্ট প্রদান 

পবিত্র লাইলাতুল বরাত এর দিনে মৃত মা-বাবার জন্য দোয়া চেয়ে নিজ গ্রাম কড়াই উত্তরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য ১২০ বস্তা সিমেন্ট দান করলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা।

মানুষ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যতটুকু আমল করে ততটুকুই কবরে তার সঙ্গে যায়।এরপর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি আমল জারি থাকে, এক ইলমেদ্বীন শিক্ষা দেওয়া, দুই নেককার সন্তান রেখে যাওয়া, তিন ছদকায়ে জারিয়া।

বিশেষ করে নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া মা-বাবার কবরের আজাব মাফের বড় একটি ওসিলা।যদি কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া কখনো বৃথা যায় না, আর যদি সন্তান মা বাবার নামে কোন কিছু দান করে অবশ্যই সেই দানের সওয়াব মৃত মা-বাবার কবরে পৌঁছে যায়।

আজম মন্ডল রানা তেমনি একজন সন্তান, মা-বাবার মাগফেরাতের কামনায় সর্বদাই তিনি দান ছদকা করে থাকেন।

সম্প্রতি তার নিজ গ্রাম কড়াই উত্তরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলছে।এলাকাবাসী তার কাছে আবেদন জানান কিছু সিমেন্ট দেওয়ার জন্য, পরে তিনি ওই ছাদ ঢালাইয়ের সমস্ত সিমেন্টের দায়িত্ব নেন।গত মঙ্গলবার তিনি ওই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য ১২০ বস্তা সিমেন্ট মসজিদ কমিটির কাছে পৌঁছে দেন।

এ বিষয়ে মসজিদ কমিটির লোকজন জানান কড়াই উত্তরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, শুধু সিমেন্টের জন্য ঢালাইয়ের কাজ পিছিয়ে যাচ্ছিল, আমরা বিষয়টি আজম মন্ডল রানাকে জানালে তিনি ছাদ ঢালায়ের জন্য যতগুলো সিমেন্ট লাগবে সব সিমেন্টের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন, শবে বরাতের দিনে তিনি ছাদ ঢালাইয়ের জন্য ১২০ বস্তা সিমেন্ট পাঠিয়ে দেন।আমরা দোয়া করি আল্লাহ্ যেন তার মা বাবাকে মাফ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা বলেন, দান করতে অনেক অর্থ সম্পদ লাগে না, ভালো মানসিকতা থাকলেই দান করা যায়, আমি যতটুকু পারি আমার সামর্থ অনুযায়ী সব সময় দান ছদকা করার চেষ্টা করি।বিশেষ করে আমার মৃত মা-বাবার জন্য মসজিদ মাদ্রাসা গুলোতে দান করার চেষ্টা করি।আমি আমার মৃত মা-বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x