শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বালিয়াডাঙ্গীতে রাতের আধারে ৫ মন্দিরের প্রতিমা ভাঙ্গচুর

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৫ টি মন্দির থেকে মোট ১২টি প্রতিমা ভেঙ্গে দিয়েছে এবং পবিত্র গীতা ছিরে খন্ড খন্ড করেছে।

গতকাল শনিবার রাতে এই ঘটনাটি ঘটে।রবিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে, তারপর বিষয়টি সকলে জানতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।এই নিয়ে ওই এলাকায় সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন, উদ্বেগ ও উৎকন্ঠা।

প্রতিমা ভাঙ্গচুরের ঘটনাটি ঘটেছে ৪ ফেব্রুয়ারী শনিবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী বাজারের উত্তর সির্ন্দুর পিন্ডি হরিবাসর মন্দির থেকে টাকাহারা, দোলুয়া পাকা সড়কের পাশে হরি, মনসা, মালিপাড়া স্মাশন কালি, নাথপাড়া কালিমন্দির র্সাবজনীন মন্দিরের প্রতিমা গুলো ভেঙ্গে দিয়েছে।

কে ভেঙ্গেছে? কি ভাবে ঘটল এমন ঘটনা? বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান ও তদন্ত চলছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি খাইরুল আনাম মূর্তি ও স্তাপনকৃত কাচা মন্দির ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।তবে ব্যপক অভিযান অব্যাহত রয়েছে,আশা করছি অতি দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে।

এব্যপারে বালিয়াডাঙ্গী নির্বাহী অফিসার বিপুল কুমার এ ঘটনার নিন্দা জানিয়ে শিগিরিই ব্যবস্থা নিবেন বলে জানান।

সংশ্লিষ্টি ধনতলা ইউপি চেয়ারম্যান সমর চ্যাটার্জি নুপুর মুঠোফোনে কোন কথা বলেননি।

এলাকার সাবেক ইউপি সদস্য অমূল্য চন্দ্র সিংহ ও শ্রী দুলাল চন্দ্র সিংহ জানান,এটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে একটি পরিকল্পিত ঘটনা।

খবর পেয়ে দুপুরে দ্রুত প্রতিমা ভাঙ্গচুরের ঘটনাটি পর্যবেক্ষণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন মূলক পদক্ষেপ সর্বদা গ্রহণ করবে।’

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন,দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x