শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ম্যাচ হারেই পিএসজির অধ্যায় শেষ করলেন লিওনেল মেসি

আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি সৌদীর আল হিলালেই যাচ্ছেন।তবে যাওয়াটা তার সুখকর হলো না।হার দিয়ে শেষ করলেন ফরাসির ক্লাবটির জার্সিতে মৌসুম।তারকা এই ফুটবলের শেষ ম্যাচে পিএসজিও হারে শেষ করেছে মৌসুমও।

লিগ ওয়ানে মেসি, এমবাপে-রামোসদের দল ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জিততে পারলো না।আর্জেন্টাইন মহাতারকার অনুষ্ঠানিক শেষ ম্যাচ হলেও সার্জিও রামোসের আনুষ্ঠানিক শেষ ম্যাচ পিএসজি হারলো ৩-২ ব্যবধানে।ক্লেরমঁ ফুতের কাছে হেরেই আনুষ্ঠানিকভাবে রামোসেরও শেষ হলো পিএসজি অধ্যায়।বিদায়ী ম্যাচেও গোল করেছেন এই তারকা।

প্রথমার্ধে লিড নেওয়া পিএসজি টানা তিন গোল হজম করে হেরেছে ম্যাচ।লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করা দলটি হারলো মেসির শেষ ম্যাচে।একই সঙ্গে সার্জিও রামোসেরও শেষ ম্যাচটি জেতা হলো না পিএসজির।

ম্যাচটির প্রথমার্ধেই বিদায়ী তারকা সার্জিও রামোস গোল করেন।১৬তম মিনিটে তার গোলেই পিএসজি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।মিনিট পাঁচেক পরেই পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ।২১তম মিনিটে স্পট কিক থেকে দলকে তিনি এগিয়ে দেন ২-০ ব্যবধানে।

কিলিয়ান এমবাপে সতীর্থ রামোসের শেষ ম্যাচে গোল করে জানালেন ‘বিরল’ সম্মাননা।ফরাসি তারকা গোল করার পরপরই উঁচিয়ে ধরেন রামোসের নাম ও নম্বর সম্বলিত জার্সি।দৌড়ে গিয়ে কাছে টেনে নেন বিদায়ী তারকাকে।

পরপর দুই গোল হজমের পরই ক্লেমরমঁ ফুত ঘুরে দাঁড়ায় দারুণ ভাবে।মিনিট তিনেক পরই গেস্টিন ব্যবধান কমান।ম্যাচের ২৪তম মিনিটে তার গোলে ক্লেরমঁ ফুত স্কোর লাইন করে ফেলে ২-১।প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে দলটি।বিরতির টিক আগ মূহুর্তে যোগ করা সময়ের প্রথম।মিনিটে জিফেনের গোলে ২-২ গোলের সমতা আনে দলটি।সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর পিএসজি আবারো লিড নেওয়ার চেষ্টা করে।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধ শুরু করে ২-২ গোলের সমতা থেকে।তবে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নিট।উল্টো ম্যাচের ৬৩তম মিনিটে কাইয়ের গোলে ক্লেরমঁ ফুতের ৩-২ ব্যবধানের দারুণ এক জয় নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x