কবিতা আবৃত্তিতে সাংবাদিক কন্যা প্রথম

- আপডেট সময় : ০৪:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা নুসরাত জাহান নিঝুম প্রথম স্থান অর্জন করেছে।পরে তাকে পুরষ্কৃত করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের কবিতা আবৃতিতে স্কুল পর্যায়ে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান প্রথম স্থান অধিকার করেছে।সে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি এ. টি. এম ফরহাদ নান্নু’র একমাত্র কন্যা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন রুবেল, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জালালউদ্দিন আহম্মেদ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবোলা চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মো. মহসিন রেজা প্রমুখ।
এদিকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ উপজেলা পর্যায়ে নুসরাত জাহান এর ছোট ভাই মুস্তাকিম নাদিয়ান বুধবার (২২ফেব্রুয়ারী) খ বিভাগে কবিতা আবৃত্তি, গল্পবলায় প্রথমস্থান অধিকার করেছে।সে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সাংবাদিক পরিবারের পক্ষ থেকে এই দুই ভাই-বোনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া কামনা করা হয়েছে।