রাজশাহীর চারঘাটের কৃতি সন্তান সুকেশ কুমার সরকার মহাপরিচালক (সচিব) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী পদে পদোন্নতি পেয়েছেন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রালয় গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ প্রদান করেন।
এর আগে তিনি বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
চারঘাটের কৃতী সন্তান সুকেশ কুমার সরকার সচিব পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান তার শুভাকাক্ষি ও পরিবার ।
অন্যদিকে চারঘাট চকমোক্তারপুর এলাকবাসী পক্ষ থেকে চারঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, চারঘাট পৌর আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অপার সম্ভাবনার প্রতীক, একনিষ্ঠ এবং প্রত্যয়ী এক আলোর দিশারী, প্রজন্মের এক গর্বিত সন্তান সুকেশ কুমার সরকার” আপনার পদোন্নতিতে “মহাপরিচালক (সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি” আমরা “Great Bangla Corporation” পরিবার অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত এবং আপনাকে আমাদের পরিবারের তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আগামীর পথচলা হোক সুন্দর ও নির্বিঘ্ন। নান্দনিকতার বটোচ্ছায় উদ্দীপ্ত হোক আপনার বাকি কর্মজীবন।একজন সৎ, যোগ্য ও নির্ভীক কর্মকর্তা হিসেবে আপনার ওপর অর্পিত দায়িত্ব পালনে সৃষ্টিকর্তা আপনার সহায় হোন।