বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বগুড়ায় ধর্ষণ মামলার দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে আলোচিত ধর্ষণ মামলার পলাতক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মিনহাজুল (৩৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৩ এর সহযোগীতায় শিবগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল শনিবার ভোর রাতে ঢাকার আশুলিয়া জিরাবো এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করেন।

শনিবার দুপুরে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মিনহাজুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র।সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বৈকুন্টপুর গ্রামে তাঁর মামা মো. আব্দুল লতিফ’র বাড়িতে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।

মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার মামলা নং জিআর ১৫৯/০৭, ধর্ষণ মামলায় গত ২০২০ সালে আসামি মিনহাজুল ইসলামকে জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করেন।মিনহাজুল যাবজ্জীবন সাজার সংবাদ পেয়ে ঢাকায় আত্মগোপন করে ছিলেন।সাজা পরোয়ানা থানায় আসার পর আসামিকে গ্রেফতার অভিযানে নামে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ থানা পুলিশের তথ‍্যের ভিত্তিতে শনিবার ভোর রাত ২.৩০ মিনিটে র‍্যাব-৩ এর সহযোগীতায় আসামি মিনহাজুলকে গ্রেপ্তাতার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত পলাতক সাজাপ্রাপ্ত আসামি মিনহাজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শনিবার বিকেলে বগুড়া জেলা কারাগারে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com