ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে সহায়তা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানবিক সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদত উল্লা নুর সুমন।শনিবার দুপুরে তিনি ঢাকার তুরস্ক অ্যাম্বাসির উদ্দেশে রওনা দেন।
শাহাদত উল্লা নুর সুমন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী মানবিক সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার সাহেবের সহযোগীতায় প্রায় এক লক্ষ টাকার সহায়তা সামগ্রী তুরস্ক দূতাবাসে পৌছে দেওয়া হবে।
এই সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে জরুরী ঔষধ, শিশু খাদ্য ও বেবি ডাইপার সহ ১০ রকমের সহায়তা সামগ্রী।
তিনি আরো বলেন, আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে থাকা প্রয়োজন।আমরা মানবিক সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি।বিত্তবানদেরও তুরস্কের মানুষের পাশে থাকার অনুরোধ জানাই।