সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় রাহাত (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টায় তাড়াশ পৌর শহরের ওয়াবদা বাধে।নিহত কিশোর রাহাত ভাদাস গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
জানা যায়, রাত ৯টার দিকে রাহাত একটি ধর্মসভায় যোগ দেবার জন্য নিজবাড়ি থেকে ওয়াবদা বাধের দিকে রওনা হয়।এ সময় ড্রাম ট্রাকটি তাড়াশ থেকে মাটিবোঝাই করে দ্রুত গতিতে যাচ্ছিল।ড্রাম ট্রাকটি ওয়াবদা বাধে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরটিকে চাপা দেয়।এ সময় ঘটনাস্থলেই কিশোর নিহত হয়।তখন স্থানীয় জনতা
ড্রাম ট্রাকের চালককে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার রাকিব হাসানকে (২৪) আটক করে ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিছে।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।