চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ এর একটি অপারেশন দল ১৭ ফেব্রুয়ারি ৮ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হায়াত মোড়ের পশ্চিমে হলি মিশন একাডেমি সংলগ্ন ব্রীজের উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ৬১৮ গ্রাম সহ মাদক ব্যবসায়ী মোঃ তাজেমুল হক (২৬), পিতা-মোঃ কবুল হক জোলা, মাতা-মোছাঃ মুক্তারা বেগম, সাং-কানসাট বাগদুর্গাপুর মাঠ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।