নওগাঁর ধামইরহাট মডেল প্রেসক্লাবের আয়োজনে মিডিয়া বান্ধব ও সামাজিক ব্যক্তিত্ব উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২২ এ উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি ‘শিল্প ও সাহিত্যের কাগজ‘ পালকির সম্পাদক কবি অরিন্দম মাহমুদের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাবের সদস্যরা।
এসময় নবাগত উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদকে ধামইরহাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ বলেন, এ উপজেলায় নতুন এসেছি।স্থানীয় জনসাধারণের সঙ্গে পূর্ণ আস্থা ও সুসম্পর্ক অর্জনের মধ্য দিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চান।এ কাজে সহযোগিতার জন্য মডেল প্রেসক্লাব সহ সকল মিডিয়াকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সংগীত গুরু এম কে জিন্নাহ্ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, দপ্তর সম্পাদক আবু ইউসুফ মতুর্জা, সদস্য সাইদুল ইসলাম, গোলজার রহমান, আফজাল হোসেন, গৌরব প্রসাদ সাহা, শাফী আরমান শুভ প্রমুখ।