বরগুনার আমতলীতে মাদক (গাজা) সহ মোঃ ইমরান বয়াতি (৩০) নামে একজনকে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালি ইউনিয়নের উত্তর গোজখালি এলাকার মজিদ হাওলাদার পরিত্যক্ত ঘরের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) রাত ১১ টার দিকে কথিত মাদক কারবারি মোঃ ইমরান বয়াতিকে মাদক (গাঁজা) বিক্রয় এর জন্য মজিদ হাওলাদারের বাড়ির সামনে অবস্থান করলে।
আমতলী থানার এস আই দাদন মিয়া, এ এস আই আমিরুল ইসলাম, এ এস আই সোহরাব ও এ এস আই তাইফুর ও তাদের সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মো. ইমরান বয়াতিকে ৩০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ইমরান বয়াতিকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।