বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু নির্বাচিত হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার এক অভিনন্দন বার্তায় বলেন, শাহাবুদ্দিন চপ্পুর মতো একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, দক্ষ, সৎ, দেশপ্রেমিক বহুমাত্রিক প্রতিভার অধিকারী সৃজনশীল ও মুজিবাদার্শে বিশ্বাসী মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে দেশবাসীর সাথে আমরাও আনন্দিত।একজন দক্ষ সংগঠক ও গতিশীল নেতৃত্বের অধিকারী মানুষ হিসেবে তিনি রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে স্বীয় দায়িত্ব পালনে সফল হবেন বলে আমরা প্রত্যাশা করি।
দেশের মানুষের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন বলে আমরা আশা করি।
অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।