শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কাজিপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে স্কাউট সমাবেশ সম্পন্ন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্কাউটিং কার্যক্রম কে সুসংগঠিত ও বেগবান করতে “ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে স্কাউটিং” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে চার দিনব্যাপী উপজেলা পর্যায়ে স্কাউট সমাবেশ তাবু জালসা জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ স্কাউট কাজিপুর উপজেলার শাখার আয়োজনে আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ে মাঠে চার দিনব্যাপী স্কাউট সমাবেশে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্কাউটের সভাপতি অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

উক্ত সমাবেশে ক্যাম্পে ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চার দিনব্যাপী উপজেলা ৪র্থ তম স্কাউট সমাবেশের সমাপনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে স্কাউট পটভূমি নিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্কাউটের লিডার খালেকুজ্জামান।

এ সময় উপস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুরাদ হোসেন, উপজেলা স্কাউটের কমিশনার মো. আশরাফুল ইসলাম টিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, কাজিপুর পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, স্কাউট সদস্যরাই পারবে আগামীতে দেশকে এগিয়ে নিতে।তোমাদের মধ্যে থেকেই তো সেই নেতৃত্ব গড়ে উঠবে।সরকারের লক্ষ্য দেশে স্কাউটিং সম্প্রসারণের মাধ্যমে শিশু-কিশোর যুবদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।আমরা সেই লক্ষ্য কে সামনে রেখে কাজ করে যাচ্ছি।আজকে স্কাউটিং সমাবেশ তারই অংশ।কাব, স্কাউট, বিএনসিসি এগুলো অত্যন্ত শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন।দেশের যেকোনো সংকটে স্বেচ্ছাসেবায় এদের অংশগ্রহণ অনেক।বন্যা, ঘূর্ণিঝড়, ভবনধস, পাহাড়ধস, যানজট নিরসনে তারা কাজ করে।স্কাউটরাই দেশের ভবিষ্যৎ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সেলিম রেজা তালুকদার, উপজেলা স্কাউটের লিডার শাহীন হোসেন, কাব লিডার এনামুল হক সুমন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =


অফিসিয়াল ফেসবুক পেজ

x