দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের (পুরাতন বন্দর) দাদপুর তছিম উদ্দীন অফিরোন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পরিদর্শন শেষে অবহেলিত এই এতিমখানায় বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হানিফ সুজন, প্রতিষ্ঠানের জমিদাতা ডা. এম গফুর মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, মাদ্রাসার মুতাওয়াল্লী আব্দুল হামিদ সুমন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আল আমিন বিন আমজাদ, সাংবাদিক সোহাগ কিবরিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এলাকার জনসাধারনের সঙ্গে কুশল বিনিময় করেন, অত্র এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।