রবিবার, ০৫ মে ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ভূয়া পুলিশ পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা রিয়াদুল আটক 

সাম্প্রতিক সময়ে ভূয়া পুলিশ পরিচয়ে অপহরনপূর্বক বিকাশ দোকানদারকে টার্গেট করে সবোর্স লুটে নেয় এমন একজন চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা।

গত ৫ ফেব্রুয়ারি ২০২০ ইং রাত্র অনুমান ৮.ঘটিকার সময় ঢাকা জেলা নবাবগঞ্জ থানাধীন বাগমারা বাজারস্থ ইউসিবি এজেন্ট ব্যাংকের সামনে অত্র মামলার বাদীকে একাকি পাইয়া অজ্ঞাতনামা ০৪ (চার) জন আসামী নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দিয়া বাদীকে জোর পূর্বক সাদা রংয়ের একটি নম্বর বিহীন প্রোবক্স গাড়ীতে উঠাইয়া গামছা দ্বারা বাদীর চোখ বাধিয়া ফেলে এবং রশি দ্বারা বাদীর হাত বাধা সহ বাদীকে পিছমোড়া করিয়া বাধিয়া এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া গাড়ীর ভিতর ফেলিয়া রাখিয়া অনুমান ৫ মিনিট গাড়ীটি চালানোর পর বাদীকে নবাবগঞ্জ থানায় নিয়া যাইবে মর্মে গাড়ীটি ব্রেক করিয়া নবাবগঞ্জ থানাধীন চৌরাঙ্গীর মোড়ে আসিয়া যন্ত্রাইলের রাস্তা দিয়া যাইতে থাকে।

গাড়ীটি চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা আসামীরা বাদীর চোখ বাধা অবস্থায় বাদীর নিকট থাকা নগদ ১,৫০,০০০/- টাকা, বাদীর ব্যবহৃত একটি স্মার্ট Lenevo মোবাইল ফোন, যাহার সিম নং- ০১৮৬৬-৬৬৯৯৯৩ ও একটি বাটন Nokia-105 মোবাইল ফোন, যাহার সিম নং- ০১৯২০-২১০৬০৯, বাদীর ডান হাতে থাকা একটি স্বর্নের আংটি এবং বিভিন্ন সিমের রিচার্জ কার্ডের সর্বমোট ১,৫০,০০০/- টাকা নিয়া যায় এবং গাড়ী চলন্ত অবস্থায় আসামীরা বাদীকে মারপিট করিতে করিতে গাজীপুরে গার্লস ক্লাবের সামনে নিয়া হাত-পা বাধা অবস্থায় নির্যন স্থানে ফেলিয়া রাখিয়া আসামীরা চলিয়া যায়।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী সূত্রে বর্নিত মামলার ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত মর্মে এযাবৎকালে তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে নিশ্চিত হওয়া গিয়াছে।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।আসামী মোঃ রিয়াদুল ইসলাম লায়েক তাহার দলিয় অপরাপর সদস্যদের নিয়া নিজেদেরকে পুলিশ পরিচয়ে সময় সুযোগ মতো বিভিন্ন নিরীহ লোকজনদেরকে কৌশলে গাড়ীতে উঠাইয়া মারপিট করতঃ অস্ত্রের মুখে জিম্মি করিয়া লোকজনদের সর্বস্ব লুন্ঠন করিয়া নিত বলিয়া গোপনীয় তদন্তে এবং আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যাইতেছে।

উল্লেখ্য যে, চুরি যাওয়া smart Lenevo মোবাইলটি আসামি লায়েক যে মোবাইল দোকানে সার্ভিসিং এর জন্য দিয়েছিলো, সেই দোকানদার ইমনের মাধ্যমে ফোনটি উদ্ধার করা হয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার এর সঠিক দিক নির্দেশনায় এবং পিবিআই,ঢাকা জেলার পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই বিশ্বজিৎ বিশ্বাস এর নেতৃত্বে এসআই ইমরান আহম্মেদ, এসআই শহীদুল ইসলাম, এএসআই জসীমউদ্দিন মোল্লা অভিযান পরিচালনা করে অত্র মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি মাগুরা জেলার বগিয়া পাইকেল দূর্গম এলাকা থেকে পিবিআই ঢাকা জেলার চৌকস টিম কর্তৃক প্রতারক মোঃ রিয়াদুল ইসলাম লায়েক (৩৭)কে গ্রেফতার করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি উক্ত আসামি ফৌজদারী কার্যবিধি অনুসারে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।মামলায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x