বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শীর্ষ স্থানীয় দুই নেতার সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় ইবি শাখা ছাত্রলীগের সহ সভাপতি তন্ময় শাহা টনি ও আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় কমিটির সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নানা বিষয়ে আলোচনা হয় বলে জানান নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে সাক্ষাৎ করতে যাওয়া নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে তাদের সাথে আমরা পরামর্শ করেছি।শাখা ছাত্রলীগকে স্মার্ট ছাত্রলীগ হিসেবে গড়ে তুলার জন্য কেন্দ্রীয় নেতারা আমাদের বিভিন্ন পরামর্শ দেন।