“এসেছে জ্ঞানে আলো, লেগেছে হাওয়া, এখন দিন বদলির পালা” এই প্রতিপাদ্যকে সামনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি বাজারে বন্ধন এন্টার প্রাইজের আয়োজনে প্রধান শিক্ষক এস.এম মতিয়ার রহমানের সভাপতিত্বে ও লেখক সাংবাদিক জীবন রহমান জালালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে বক্তব্যে রাখেন, কবি ইব্রাহিম আলী সরকার, সঞ্চয় বর্মন, উপজেলা প্রেস ক্লাবেরর তথ্য ও গবেষণা সম্পাদক হযরত বেল্লাল, কবি ও সাংবাদিক সাইফুল ইসলাম, সুদীপ্ত শামীম, জুয়েল রানা, শিক্ষক আঃ মালেক, টিপু চাকলাদার, হারুন অর রশিদ মন্ডল, সাবানা আক্তার বানু, ডাঃ পবিত্র বর্মন, ইউপি সদস্য আজাদুল ইসলাম রানা প্রমূখ।কবিতা আবৃত্তি করেন কবি কামরুজ্জামান, আহসান হাবিব, এসএ মিশন, আমির হোসেন, রোকেয়া খাতুন, রিপন মিয়া, আকাশ মিয়া, বিপুল মিয়া ও আল আমিনসহ আরও অনেকে।
পরে অতিথিবৃন্দ কবি আবৃত্তি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।