তরুণ কবি সুজন কুমার রায় সাহিত্য অঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়েছে।
রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় গ্রামে এক নিম্নবিত্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন কবি সুজন কুমার রায়।
পিতাঃ সন্তোষ কুমার রায়, মাতাঃ অঞ্জলী রাণী রায়, ঠাকুর দাদাঃ দীনবন্ধু রায়,ঠাকুর মাঃ সনেকা রাণী,ছোট ভাই মাখন কুমার রায়।
তরুণ কবি সুজন কুমার রায় সাহিত্য সাধনা চর্চা, লেখালেখি ছোটকাল থেকেই করে আসছে।বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায়, সাহিত্য পত্রিকা সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ও অনলাইন ই পেপার পত্রিকায় তাঁর লেখা প্রকাশ হচ্ছে।
কবি সুজন কুমার রায় সবসময় ভ্রমন করতে ভালোবাসে, অবসর সময়ে বই পড়তে ও লিখতে ভালোবাসে, তাঁর বর্তমান অবস্থান নিজ জন্ম স্থান (কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট)।
কবি কর্তৃক প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ২ টি ও গল্প গ্রন্থ ১ টি, সেগুলো হলো- স্বপ্ন ছায়া, স্বপ্নের অনুভূতি ও অনুভূতির অনুরণন।
কবি সুজন কুমার রায় উত্তর বাংলা কলেজ এ অনার্স ২য় বর্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত।তাঁর স্বপ্ন হচ্ছে ভালোভাবে পড়ালেখা করে সত্য ও ন্যায়ের আদর্শে প্রতিষ্ঠিত হওয়া।