আগামীকাল শনিবার বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন ব্যাপি পদযাত্রা সফল করার লক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিটু পাটোয়ারীর বাড়িতে আজ সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত ৩ ঘন্টার এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিটু পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা বিএনপির প্রতিনিধি এটিএম শামছুল আলম, মতিজিল থানা বিএনপির অন্যতম সহ সভাপতি ও ১১ নং ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আব্দুর রাজ্জাক পাটওয়ারী, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন পাটওয়ারী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটওয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাজী, বিএনপি নেতা খোকন সাহা, সেলিম পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের পক্ষে মাঈনউদ্দিন মাহিন মেম্বার, শাহাদাত পাটওয়ারী, সবুজ মৃধা, রাসেল হোসেন, আমিনুল ইসলাম, রুবেল হোসেন, ছাত্রদলের পক্ষে সিনিয়র সহ সভাপতি সিয়াম আইমান, সহ সভাপতি রাকিব হেসেন, ক্রিড়া সম্পাদক রাশেদ হোসেন, সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সহ অনেকেই।