বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর।বিজ্ঞাপনচিত্রে মডেল ও নাটকে অভিনয় করলেও চিত্রনায়িকা হিসেবেই তার সর্বাধিক পরিচিতি।আজ ১০ ফেব্রুয়ারি শাহনূরের জন্মদিন।এবার অটিজমদের সাথে জন্মদিন পালন করবেন তিনি।এজন্য দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন।
ভক্তদের কাছে তারকা মানেই ভিন্ন কিছু।স্বপ্নের জগতের মানুষ।সাধারণত নায়িকাদের জন্মদিন মানেই জমকালো পার্টির আয়োজন, নাচ, গান, আড্ডা।কিন্তু প্রতি বছরের ন্যায় এবারেও অন্যরকম আয়োজনে জন্মদিন পালন করতে যাচ্ছেন চিত্রনায়িকা শাহনূর।
জন্মদিন উপলক্ষে শাহনূর বলেন, বাবা-মায়ের কোলজুড়ে একটা শিশু জন্ম নেয়।পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা।শিশুটিকে ঘিরে মা বাবা বুনতে থাকে স্বপ্নের জাল।তারপর শিশুটি বড় হতে থাকে।বড় হওয়ার এক পর্যায়ে দৃশ্যমান হয় শিশুটি অন্য সবার মত নয়,শিশুটির অটিজম।মা বাবার স্বপ্নে আঘাত নেমে আসে।কিন্তু তাঁরা হার মানে না।অন্যরকম শিশুটিকে ঘিরে শুরু হয় মা বাবার যুদ্ধ অটিস্টিক শিশুদের সবার জীবনের গল্প প্রায় একই রকম।ওরা অন্য সবার মত নয়।তার মানে তাঁরা সমাজের বোঝা নয়।করুণা কিংবা সহানুভূতি দিয়ে নয়, অটিজম আক্রান্তদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকায় রাখুন।অটিস্টিক কোন গালি নয়।অটিজম আক্রান্তদের জীবন যুদ্ধকে সম্মান জানান।ভিগোর পণ্য বিক্রয় থেকে আয়ের একটা অংশ ব্যয় করা হবে অটিজম শিশুদের কল্যাণে।আপনিও এগিয়ে আসুন,বাড়িয়ে দিন হাত। তাই আমি এবার এদের সাথে নিয়ে জন্মদিন পালন করবো ।
শাহনূর আরও বলেন, পথশিশু, বুদ্ধি প্রতিবন্ধী এবং বৃদ্ধাশ্রমের বাবা-মা দের জন্য কিছু কাজ করে যেতে চাই। এবং দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব। আমরা মানুষ কেউ আজীবন থাকব না।একদিন সবাইকে চলে যেতে হবে।মানুষের জন্য কিছু করার মধ্যেই আমি তৃপ্তি পাই।এজন্য দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন।তিনি আরো বলেন, আমি যেন পথশিশু, বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা এবং বৃদ্ধাশ্রম এর আমাদের বাবা-মা তাদের জন্য কিছু কাজ করে যেতে পারি এবং দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারি।
উল্লেখ্য,যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম এই নায়িকার।১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহনূর।২০০০ সালে জিল্লুর রহমানের পরিচালনায় তার প্রথম ছবি ‘জিদ্দি সন্তান’ দিয়ে বড় পর্দায় আগমন ঘটে এই নায়িকার।এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।২০০৫ সালে তিনি ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
ছোটবেলা থেকে ছড়া, গান, নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি প্রায় ৪শ’ নাটক, ধারাবাহিক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রিয় এই অভিনেত্রী।অভিনেতা মান্না, শাকিব খান, রিয়াজ সহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন শাহনূর।