বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরী এন টেইলর।
বুধবার সন্ধ্যায় নগর ভবনে সৌজন্য সাক্ষাতে আসলে সিআরপি‘র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরী এন টেইলরকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র মহোদয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর মতবিনিময় করেন তাঁরা।
মতবিনিময়কালে সিআরপি-রাজশাহী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা করেন তাঁরা।
এ সময় পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।