হাজীগঞ্জে দেড়”শ পিস ইয়াবাসহ মো: আরিফ হোসেন (৩৮) নামে এক জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের বিসমিল্লাহ কফি হাউজেট সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফ হোসেন ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া গ্রামের তপদার বাড়ি।আরিফ হোসেন সরখাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র দায়িত্বে আছেন।তার পিতা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শহীদ উল্যাহ তপদার।
জানা যায় আরিফ হোসেন কমিউনিটি ক্লিনিকে কোনরকম দায়িত্ব পালন না করেই সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আসছেন এবং দীর্ঘদিন তিনি ইয়াবা ও বিভিন্ন রকম মাদক কারবারের সাথে জড়িত থেকে এলাকায় প্রভাব বিস্তার করে চলাফেরা করছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরন করে।