নান্দাইল উপজেলা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আযোজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মো. মোস্তাফিজার রহমান।
বক্তব্যে নান্দাইলের শিক্ষা ব্যবস্থা, কৃষি সেক্টর ও প্রধানমন্ত্রীর ডিসিদের ২৩ দফা নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় আরো বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাংবাদিক আলম ফরায়েজী সহ প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।